ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ১৫৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গত ২ থেকে ৫ এপ্রিল চলন্ত ট্রেনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়ার কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এসব ঘটনায় জড়িত ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আশুগঞ্জ খালপার গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রাতুল(১৯), একই থানার চরচারতলা গ্রামের জজ মিয়ায় ছেলে মো. সেলিম মিয়া (৩৫), কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে মো. সাইফুল আহম্মেদ (৩০) ও মৃত মোস্তফা মিয়ার ছেলে রাসেল মিয়া(৩০), একই থানার মধ্যেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (২০) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বরিশাল গ্রামের খুরশিদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (২৯)।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুগঞ্জ স্টেশনে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হলে সিলেট রেলওয়ে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই পরিপ্রেক্ষিতে আখাউড়া রেলওয়ে থানা ও ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির পুলিশ একাধিক বিশেষ অভিযান চালিয়ে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৬ জনকে সনাক্ত ও গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন কৌশলে আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচলের সময় ও প্লাটফর্ম হতে যাত্রীদের মোবাইল, নগদ টাকা ছিনতাইয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Update Time : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গত ২ থেকে ৫ এপ্রিল চলন্ত ট্রেনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়ার কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এসব ঘটনায় জড়িত ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আশুগঞ্জ খালপার গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রাতুল(১৯), একই থানার চরচারতলা গ্রামের জজ মিয়ায় ছেলে মো. সেলিম মিয়া (৩৫), কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে মো. সাইফুল আহম্মেদ (৩০) ও মৃত মোস্তফা মিয়ার ছেলে রাসেল মিয়া(৩০), একই থানার মধ্যেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (২০) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বরিশাল গ্রামের খুরশিদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (২৯)।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুগঞ্জ স্টেশনে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হলে সিলেট রেলওয়ে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই পরিপ্রেক্ষিতে আখাউড়া রেলওয়ে থানা ও ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির পুলিশ একাধিক বিশেষ অভিযান চালিয়ে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৬ জনকে সনাক্ত ও গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন কৌশলে আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচলের সময় ও প্লাটফর্ম হতে যাত্রীদের মোবাইল, নগদ টাকা ছিনতাইয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।