ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস উদযাপন
- Update Time : ১০:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৮ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় উপজেলা প্রশাসনের হল রুমে আজ ৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানে সামনে রেখে দিবসটি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল হাসান ভূইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, বাঞ্ছারামপুর উপজেলার দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দুধ মিয়া মাস্টার, মোশাররফ হোসেন রিপন, বাঞ্ছারামপুর সরকারী কলেজের ইংরেজী প্রভাষক সুলতানা মরিয়ম পিংকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কাজী সোহেল আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাবরিন শারমিন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য এম এ মতিন, ফেরদৌস লাকী, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, সদস্য মেহেদী হাসান মেহের, সদস্য আশরাফুল ইসলাম মারুফ সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাবিহা সুলতানা, বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক এরশাদ উল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, আমরা সবাই আগে নিজ নিজ দায়িত্বে দূর্নীতি থেকে দূরে থাকতে হবে, দূর্নীতি মানে কি এটা জানতে হবে, কারো কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়াই শুধু দূর্নীতি না দূর্নীতি হল নীতি বিরুদ্ধি যা তা-ই দূর্নীতি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল হাসান ভূইয়া বলেন, দূর্নীতির ক্ষেত্রে সবসময় আগে আমরা নিজেরা সচেতন হব, দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সরকারি বেসরকারি সকল কর্মকর্তা যে-ই দূর্নীতি করুক প্রতিবাদ করতে হবে প্রশ্ন করতে হবে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, দূর্নীতি আমরা সর্বপ্রথম আমাদের পরিবারের সাথে করি ভাই বোনের সাথে করি, সবসময় নিজের ভালোর চিন্তা করে পরিবারে অন্য সদস্যকে হারাতে চায় যে ওর থেকে ভালো কিছু কিনবো ভালো কিছু পরবো, আগে নিজের পরিবারের সাথে দূর্নীতি বন্ধ করতে হবে।














































































































































































