ব্রাহ্মণবাড়িয়ায় ৮ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ
- Update Time : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৮২ Time View
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ এবং বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর)কর্মসূচী হতে ৬টি ইসলামিয়া মাদ্রাসা এবং ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ সদর উপজেলার আয়োজনে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ এবং বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বলেন, অংশগ্রহণমূলক পদ্ধতির পাঠদানের সকল প্রক্রিয়াই মাল্টিমিডিয়া ক্লাসে প্রযোজ্য। মাল্টিমিডিয়া ক্লাস অর্থবহু মাধ্যম যোগে পরিচালিত শ্রেণীকার্যক্রম।
তিনি বলেন, এখানেও শিক্ষক সময় বিভাজন করে পাঠ্য বই ধরে আলোচনা করতে পারবে। প্রয়োজনীয় চিত্র ও ভিডিও প্রজেক্টরের মাধ্যমে পর্দায় একক, জোড়ায় ও দলগত কাজের প্রশ্ন তুলে ধরতে পারবে।
৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ মাদ্রাসার শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন। প্রজেক্টর পাওয়া ৮টি শিক্ষা প্রতিষ্ঠান হলো সুহিলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কোডডা দাখিল ইসলামিয়া মাদ্রাসা, মিফতাহুল ফালাহ কফিল উদ্দিন দাখিল মাদ্রাসা, চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয় এবং চাপুইর আজিজুল হক উচ্চ বিদ্যালয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


























































































































