এডিপির সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার, ওষুধ ও কম্পিউটার সামগ্রী বিতরণ
- Update Time : ১১:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১১ Time View
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে ওষুধ, হুইল চেয়ার ও কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বরাদ্দ করা এসব সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে বিভিন্ন ওষুধ, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আওতাধীন ১১টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি কার্যক্রমের ওষুধ ও অন্যান্য সামগ্রী এবং সদর উপজেলার ডিজিটাল সেন্টারে প্রজেক্টর, ল্যাপটপ ও সাউন্ড বক্স দেওয়া হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বলেন, উপজেলা পরিষদ জনগনের কল্যাণে কাজ করছে। আমরা চাই সরকারী অর্থ সৎ ব্যবহার হউক। তিনি আরো বলেন, আপামর জনগণের চাহিদা মোতাবেক সেবা সরবরাহ নিশ্চিত করনের লক্ষ্যে জাতি গঠনমূলক প্রতিষ্ঠান সমুহের সাথে উপজেলা পরিষদের অংশীদারিত্ব সৃষ্টি করে এবং পরিকল্পিত সেবাই আমাদের কাম্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোস্তফা কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ ভ‚ইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান ভ‚ইয়া, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক,যুব উন্নয়ন অফিসার মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী সামিরা আক্তার রক্সি প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































