ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল প্রতিনিধি
  • Update Time : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৯ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর হাতে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে ৷ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। অভিযুক্ত স্বামী উজ্জ্বল মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিব্যাগ গ্রামের বাসিন্দা। সংসারে তাদের চার সন্তান রয়েছে।

নিহতের মেয়ে জয়া জানান, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে ধারালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈশাচিকভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করেন। এসময় নিহতের ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করেন। মঙ্গলবার সারাদিন তানিয়াকে গৃহবন্দী করে রাখা হয়। পরে জয়া ৯৯৯-এ ফোন করলে পুলিশ তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

জয়া বলেন, বিয়ের পর থেকে বাবা মাকে মারধর করে আসছেন৷ প্রায়ই মারধরের কারণে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ আমরা ঘাতক বাবার ফাঁসি চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল প্রতিনিধি
Update Time : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর হাতে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে ৷ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। অভিযুক্ত স্বামী উজ্জ্বল মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিব্যাগ গ্রামের বাসিন্দা। সংসারে তাদের চার সন্তান রয়েছে।

নিহতের মেয়ে জয়া জানান, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে ধারালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈশাচিকভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করেন। এসময় নিহতের ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করেন। মঙ্গলবার সারাদিন তানিয়াকে গৃহবন্দী করে রাখা হয়। পরে জয়া ৯৯৯-এ ফোন করলে পুলিশ তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

জয়া বলেন, বিয়ের পর থেকে বাবা মাকে মারধর করে আসছেন৷ প্রায়ই মারধরের কারণে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ আমরা ঘাতক বাবার ফাঁসি চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।