ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বদলি জনিত বিদায় সংবর্ধনা
- Update Time : ০৮:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৫৩১ Time View
ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল আলমকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়া ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মেছবাহ উদ্দিন আহমেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না।
কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন বেঞ্চ সহকারী শরীফ উদ্দিন, ও আসমা আক্তার। এসময় বিদায়ী বিচারককে ক্রেষ্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
































































































































































































