ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

- Update Time : ১০:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২২ Time View
বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন সময়ে মাদকসহ বিভিন্ন আলামতের নিস্পত্তিকৃত মামলার ৪ কোটি ৭৪ লক্ষ ১৭ হাজার ৭৫ টাকার মাদক ও আলামত ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কুরুলিয়ার পাড়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে আধুনিক চুল্লি এবং ভারী যান (বুল্ডোজার) ব্যবহার করে বিভিন্ন মাদক ও আলামত ধংবস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত স্বাম্য, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ্
এবং মালাখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক চৌধুরী সুলতান মোঃ আব্দুল হাই।
ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে গাঁজা ১ হাজার ৬শত ৩৯ কেজি ৬৪৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৫২ হাজার ৮শত ৩৪টি, ফেন্সিডিল ১ হাজার ২শত ৫৮ বোতল, স্কফ সিরাজ ৩ হাজার ২শত ৬৪ বোতল, বিদেশী মদ ২ হাজার ৫ বোতল, চোলাই মদ ৯৫.৫০০ লিটার।
সুত্র জানায় নিস্পত্তিকৃত মামলার মাদক বা আলামত ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়