ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দিন ব্যাপী হিলিপ-কেলিপ সমাপ্তি এবং পর্যালোচনা মূলক কর্মশালা অনুষ্ঠিত

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- Update Time : ০৯:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৮১ Time View
আজ ২১ ডিসেম্বর,বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি হল রুমে এলজিইডি কর্তৃক আয়োজিত দিন ব্যাপী হিলিপ-কেলিপ সমাপ্তি এবং পর্যালোচনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, জেলা মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ ভূইয়া ও সিনিয়র সহকারী প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন।
এছাড়া উপজেলা প্রকৌশলী, হিলিপ কর্মকর্তা এবং হিলিপ কর্তৃক সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
হিলিপের কেন্দ্রীয় সিনিয়র কর্মকর্তাবৃন্দ ঢাকা থেকে সরাসরি জুমের মাধ্যমে কর্মশালার সাথে সংযুক্ত ছিলেন।