ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ফলাফল বিপর্যয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানবন্ধন
 
																
								
							
                                - Update Time : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৫৬২ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মরিচাকান্দি ডিটি একাডেমির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের প্রতিবাদে ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল এসএসসি পরিক্ষার প্রকাশিত ফলাফলে এই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে ৪০% এরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়। ২১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩০ জন পাস করে জিপিএ ফাইভ পেয়েছে মাত্র দুইজন। ফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি ও প্রতিবাদ জানাতে থাকে।
শনিবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার মরিচাকান্দি-বাঞ্ছারামপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মনজুর আহমেদ তার ইচ্ছেমত বিদ্যালয় পরিচালনা করে আসছেন।তার মধ্যে নৈতিকতা আদর্শিক বলতে কিছুই নেই,ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অমান্য করে তিনি নিজস্ব সিদ্ধান্তে গ্রহণ করে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলেছেন । এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারীদের কাছ থেকে ফরম পূরণ ও প্রবেশপত্রের জন্য বোর্ডের টাকার বাইরে অতিরিক্ত টাকা নিয়েছে। তার অনিয়ম, দুর্নীতি ও কোচিং বানিজ্যের বিরুদ্ধে কেউ বাধা দিলে সে কাউকে কর্নপাত করে নাহ।
এসময় এমন নানা অভিযোগে তারা প্রধান শিক্ষককে স্বেচ্ছাচারী উপাধি দিয়ে তার পদত্যাগ দাবি করেন এলাকাবাসী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রধান শিক্ষককে অপসারণ করে স্কুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দাবি করেন বক্তারা। এলাকাবাসী দাবী মুনজুর আহমেদকে এর আগে উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে অপসারণ করেছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা।
এ বিষয়ে মরিচাকান্দি ডিটি একাডেমির প্রধান শিক্ষক মুনজুর আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হয়নি
 
					 
																			








































































































































































































