ব্রাহ্মণবাড়িয়ায় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- Update Time : ০৯:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৫৩ Time View
অর্থ বিভাগ –অর্থ মন্ত্রণালয়,বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এর যৌথ উদ্যোগে পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর অধীনে এক মাসব্যাপী ১০০ ঘন্টার বিশেষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন উপলক্ষ্যে আজ ৩০/১০/২০২৫ইং তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক, কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) জনাব মো:ফাতেহ খান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের Deputy Program Director (DPD) Programs & Join Director জনাব মোহাম্মদ ওয়াসিম ও Coordinator-Finance & Deputy Director মো: মঞ্জুর হাসান । এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ইউছুফ খান এবং ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব লোকমান হোসেন (এজিএম) ও মুখ্য আঞ্চলিক কার্যালয়ের (এসপিও) জনাব মোঃ আনিসুর রহমান।
উক্ত অনুষ্ঠানের মুল উদ্দেশ্য হলো উদ্যোক্তা এবং ব্যবসার জন্য Financial resources বৃদ্ধি করা। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সয়ং সম্পূর্ণ ব্যবসায়ী হিসাবে গড়ে তোলা।
এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন ও উদ্ভাবনী ব্যবসা পরিচালনা, সরবরাহ ব্যবস্থাপনা, ডকুমেন্টশন, ডিজিটাল মার্কেটিং, যোগাযোগ দক্ষতা উন্নয়ন সহ বিবধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।





































































































































































































