ভ্রাম্যমান আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, ৫৭ হাজার টাকা জরিমানা

- Update Time : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৬৭৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড ও ফুটপাতের অবৈধ দখলবাজদেরকে উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন অবৈধ দখলবাজকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া শহরের পুরাতন জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল সাড়ে ৩ টা থেকে বিকাল ৫ পর্যন্ত জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত প্রথমেই জেলরোডে অবস্থিত অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড উচ্ছেদ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি এম্বুলেন্সকে ১ হাজার টাকা, লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) সামনে রাস্তায় ভ্যান রেখে ফলের ব্যবসা করা এক দোকানীকে ৫শত টাকা, কুমারশীল মোড় এলাকায় ফুটপাতে ইট রাখার দায়ে ৩ হাজার টাকা এবং সেখানকার আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় বড় বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে সিলিন্ডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, “শহরের সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। অযাচিতভাবে এগুলো দখল করলে জনভোগান্তি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হয়। তাই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে অভিযান জেল রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়