ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের রায়
ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিক্সা চালককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড
- Update Time : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৩২৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিক্সা চালককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড মৃত্যুদন্ডাদেশ এবং ২ জনকে খালাস প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা দায়রা জজ আদালত।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক শারমীন নিগার এর আদালত স্বাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে সকল আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন মোঃ কবির হোসেন (২৩), সজিব মিয়া প্রকাশ সজিব শেখ (২৩), মোঃ মনির হোসেন (২৫)।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটো রিক্সা (বিভাটেক) চালক মোঃ শরীফুল ইসলামকে ২০২২সালের ১৪ মার্চ দূর্বৃত্তরা হত্যা করে পাহাড়িয়া কান্দি ইউপিস্থ ডোমরা কান্দি কফি হাউজ হতে ইটখলার রাস্তার উত্তর পাশস্বস্ত ফিরোজ মিয়ার জমির শুকনা গর্তের ভিতর থেকে ১৫ মার্চ ২০২৩ইং তারিখ সকালে লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় লাশে শরীরে অসংখ্য আঘাতের চিহৃিত রয়েছে বলে মামলায় উল্লেখ্য করা হয়েছে। বাঞ্ছারামপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এব্যাপারে নিহত শরীফুলের বাবা বাঞ্ছারামপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে পৃথক পৃথক জবানবন্দি প্রদান করে। পুলিশ দীর্ঘ তদন্তের পর ৫ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জসীট প্রদান করে।



























































































































































































