ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০২:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৩০ Time View

ব্রাজিল ও পর্তুগাল

কাতারের দোহায় সোমবার রাতে মঞ্চস্থ হলো রুদ্ধশ্বাস এক নাটক। সেই নাটকের শেষ অঙ্কে নায়ক হয়ে উঠল পর্তুগাল, আর ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ব্রাজিলকে ৬-৫ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইতিহাস গড়ল পর্তুগিজ যুবারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর সাডেন ডেথে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

ম্যাচের শুরু থেকেই দুই দল উপহার দেয় আক্রমণাত্মক ফুটবল। ব্রাজিলের কিশোররা তাদের চিরায়ত গতি আর ব্যক্তিগত নৈপুণ্যে বারবার পর্তুগিজ রক্ষণে হানা দিলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি। অন্যদিকে, পর্তুগাল মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে গোছানো আক্রমণ শানায়, কিন্তু ব্রাজিলের রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয় তারাও।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমানে সমান লড়ছিল দুই দল। প্রথম পাঁচটি করে শটে দুই দলেরই খেলোয়াড়রা ছিলেন নিখুঁত। খেলা গড়ায় সাডেন ডেথে।

সেখানেই ঘটে ছন্দপতন। পর্তুগালের হোসে নেতো দারুণ শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন। কিন্তু পাহাড়সম চাপ সামলাতে ব্যর্থ হন ব্রাজিলের তরুণ তুর্কি আঞ্জেলো। তার নেওয়া শটটি ক্রসবার ঘেঁসে ওপর দিয়ে চলে যেতেই উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। আর কান্নায় ভেঙে পড়ে সেলেসাওরা।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে পা রাখল পর্তুগাল। আগামী বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। দিনের প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রিয়া। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
Update Time : ০২:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

কাতারের দোহায় সোমবার রাতে মঞ্চস্থ হলো রুদ্ধশ্বাস এক নাটক। সেই নাটকের শেষ অঙ্কে নায়ক হয়ে উঠল পর্তুগাল, আর ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ব্রাজিলকে ৬-৫ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইতিহাস গড়ল পর্তুগিজ যুবারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর সাডেন ডেথে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

ম্যাচের শুরু থেকেই দুই দল উপহার দেয় আক্রমণাত্মক ফুটবল। ব্রাজিলের কিশোররা তাদের চিরায়ত গতি আর ব্যক্তিগত নৈপুণ্যে বারবার পর্তুগিজ রক্ষণে হানা দিলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি। অন্যদিকে, পর্তুগাল মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে গোছানো আক্রমণ শানায়, কিন্তু ব্রাজিলের রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয় তারাও।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমানে সমান লড়ছিল দুই দল। প্রথম পাঁচটি করে শটে দুই দলেরই খেলোয়াড়রা ছিলেন নিখুঁত। খেলা গড়ায় সাডেন ডেথে।

সেখানেই ঘটে ছন্দপতন। পর্তুগালের হোসে নেতো দারুণ শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন। কিন্তু পাহাড়সম চাপ সামলাতে ব্যর্থ হন ব্রাজিলের তরুণ তুর্কি আঞ্জেলো। তার নেওয়া শটটি ক্রসবার ঘেঁসে ওপর দিয়ে চলে যেতেই উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। আর কান্নায় ভেঙে পড়ে সেলেসাওরা।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে পা রাখল পর্তুগাল। আগামী বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। দিনের প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রিয়া। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে ব্রাজিল।