ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের কারণেই পৃথিবীর তাবৎ ভালো জিনিস নষ্ট হতে পারে- ইবি উপাচার্য

আশরাফুল ইসলাম, ইবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০৪ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, প্রশাসনিক ব্যর্থতা বা ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন’ যে কোনো ভালো ব্যবস্থা ও উদ্যোগকে ধ্বংস করে দিতে পারে। তাই কর্মকর্তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। রবিবার (১৬ নভেম্বর) সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য আরও বলেন, “যে প্রতিষ্ঠানে কাজ করে নিজের পরিবারের প্রয়োজন মেটানো যায়, সেই প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল থাকা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব। শিক্ষকরা যদি পড়ান না, তবে সেটি কখনোই বিশ্ববিদ্যালয় হিসেবে টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় মানেই পড়ানো, গবেষণা, আর এগুলোকে সহায়তা করে একটি দক্ষ প্রশাসন। পৃথিবীর সব ভালো জিনিসই নষ্ট হতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে। বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়—ম্যানেজমেন্ট ও লিডারশিপ।”

প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এবং সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সীমিত অর্থায়ন, লজিস্টিক ঘাটতি, জনবল সংকটসহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি কর্মকর্তাদের নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “নিয়মিত অফিসে আসবেন এবং কর্মঘণ্টা শেষে কর্মস্থল ত্যাগ করবেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রতিষ্ঠানের উন্নয়নের পথ সুগম করবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের কারণেই পৃথিবীর তাবৎ ভালো জিনিস নষ্ট হতে পারে- ইবি উপাচার্য

আশরাফুল ইসলাম, ইবি প্রতিনিধি
Update Time : ১১:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, প্রশাসনিক ব্যর্থতা বা ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন’ যে কোনো ভালো ব্যবস্থা ও উদ্যোগকে ধ্বংস করে দিতে পারে। তাই কর্মকর্তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। রবিবার (১৬ নভেম্বর) সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য আরও বলেন, “যে প্রতিষ্ঠানে কাজ করে নিজের পরিবারের প্রয়োজন মেটানো যায়, সেই প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল থাকা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব। শিক্ষকরা যদি পড়ান না, তবে সেটি কখনোই বিশ্ববিদ্যালয় হিসেবে টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় মানেই পড়ানো, গবেষণা, আর এগুলোকে সহায়তা করে একটি দক্ষ প্রশাসন। পৃথিবীর সব ভালো জিনিসই নষ্ট হতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে। বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়—ম্যানেজমেন্ট ও লিডারশিপ।”

প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এবং সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সীমিত অর্থায়ন, লজিস্টিক ঘাটতি, জনবল সংকটসহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি কর্মকর্তাদের নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “নিয়মিত অফিসে আসবেন এবং কর্মঘণ্টা শেষে কর্মস্থল ত্যাগ করবেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রতিষ্ঠানের উন্নয়নের পথ সুগম করবে।”