ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা
 
																
								
							
                                - Update Time : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১১২ Time View
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। তিনি শেষে আত্মহত্যা করেন। খবর রয়টার্সের।
থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারটির নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি মূলত কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত এবং ব্যাং সুর জেলায় অবস্থিত।
পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা ক্যাপ পরা একজন ব্যক্তি বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।
 
					 
																			





































































































































































































