ব্রেকিং নিউজঃ
ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না : বিপ্লব সরকার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৭৭ Time View
কোনো পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অত্যন্ত পেশাদার একটি বাহিনী। এখানো কোনো ব্যক্তির দায় নেওয়া হবে না।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সাক্ষাৎ শেষে ডিএমপির নিজ কার্যালয়ে এসব কথা বলেন বিপ্লব সরকার।
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ঘটনার পরপরই এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে কে দোষী, কে নির্দোষ প্রমাণিত হবে।



























































































































































































