ব্রেকিং নিউজঃ
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সাকিব

নওরোজ স্পোর্টস ডেস্ক
- Update Time : ০৬:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ২৪৫ Time View
এছাড়াও সিরিজের শেষ ম্যাচে ২৯ রান নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন সাকিব। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান ও ৬০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার।
সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল হাসান। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ। এই পেসার আছেন ৪৫তম অবস্থানে। এক ম্যাচে চার উইকেট নেয়া শরীফুলের অবস্থান এখনো শীর্ষ ১০০ এর বাইরে। যদিও ক্যারিয়ার সেরা ১০৪তম অবস্থানে আছেন তিনি।এক ম্যাচ খেলেই র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট নেন ২টি। উন্নতি ঘটেছে লিটন দাসের র্যাঙ্কিয়েও।