বোদায় মলমুত্র ও ময়লা আর্বজনা ফেলা বন্ধের দাবীতে মানববন্ধন

- Update Time : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ২৫৯ Time View
পঞ্চগড়ের বোদায় সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাছের ময়লা পানি, মরা মাছ, মলমুত্র, আর্বজনা ফেলা ও মাছ নামানো বন্ধের দাবীতে মঙ্গলবার দুপুরে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে মানববন্ধনও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সচেতন নাগরিক, শিক্ষক ও শিক্ষাথীবৃন্দরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বোদা প্রেসক্লাবের সভপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সচেতন নাগরিক ও সমাজসেবক সফিউল আলম টুটুল প্রমুখ।
আলোচনা শেষে একটি স্মারকলিপি পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলীর নিকট প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেয়।