বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ রুট বন্ধ

- Update Time : ০৫:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ১১৩ Time View
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল।
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা দেড়টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
পান্না লাল নন্দী জানান, বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় সকাল সাড়ে ৮ থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। বর্তমানে নদী কিছুটা উত্তাল।
দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক মো. নুরুল আনোয়ার মিলন জানান, ভোর থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় ও নদীতে ঝড়ো হাওয়ার কারণে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ে। নদীতে ঝড় ও দমকা হাওয়া বইতে থাকে। এতে নিরাপত্তাজনিত কারণে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে এ রুটে ১২টি ফেরি চলাচল করছে এবং তা স্বাভাবিকভাবে চলছে।”