বেশি বেশি বই পড়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে-কুষ্টিয়া জেলা প্রশাসক

- Update Time : ০৬:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ৩১৬ Time View
কুষ্টিয়া কুমারখালীতে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন হয়েছে। কবি, সাহিত্যিক, গবেষক ও লেখক পাঠকদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রসাশনের আয়োজনে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় , জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায়, বাংলা একাডেমির সমন্বয়ে কুমারখালী উপজেলা প্রসাশনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেশি বেশি বই পড়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুস সাদিক, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমীর মোঃ: সুজন রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বোধদয় কুষ্টিয়ার সভাপতি ও বিশিষ্ট গবেষক ও লেখক এ্যডভোকেট লালিম হক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। সাহিত্য মেলায় বিভিন্ন লেখকদের বই স্টলে শোভা পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়