ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৪ Time View

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের সামনে গুলিবিদ্ধ হন তিনি।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ভিত্তিক একটি পত্রিকার করেসপনডেন্ট হিসেবে কাজ করতেন সাংবাদিক আবদুল লতিফ বালুচ। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। প্রতিরোধের চেষ্টা করলে আক্রমণকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।

জানা গেছে, সাংবাদিক আবদুল লতিফ বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করতেন। কয়েক মাস আগে আবদুল লতিফের ছেলে সাইফ বালুচকে অপহরণ করা হয়। পরে মাশকে এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারকে টার্গেট করার পর এবার ওই সাংবাদিককে হত্যার ঘটনা ঘটলো।

সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে পাকিস্তান ও বেলুচ সংগঠনগুলো। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে) এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।

বেলুচিস্তান ইউনিয়ন অব সাংবাদিক (বিইউজে) এই ঘটনাকে বেলুচিস্তানের স্বতন্ত্র কণ্ঠকে দমনের বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছে।

Please Share This Post in Your Social Media

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের সামনে গুলিবিদ্ধ হন তিনি।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ভিত্তিক একটি পত্রিকার করেসপনডেন্ট হিসেবে কাজ করতেন সাংবাদিক আবদুল লতিফ বালুচ। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। প্রতিরোধের চেষ্টা করলে আক্রমণকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।

জানা গেছে, সাংবাদিক আবদুল লতিফ বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করতেন। কয়েক মাস আগে আবদুল লতিফের ছেলে সাইফ বালুচকে অপহরণ করা হয়। পরে মাশকে এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারকে টার্গেট করার পর এবার ওই সাংবাদিককে হত্যার ঘটনা ঘটলো।

সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে পাকিস্তান ও বেলুচ সংগঠনগুলো। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে) এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।

বেলুচিস্তান ইউনিয়ন অব সাংবাদিক (বিইউজে) এই ঘটনাকে বেলুচিস্তানের স্বতন্ত্র কণ্ঠকে দমনের বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছে।