বেরোবি শিক্ষক মাহামুদুল হকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

- Update Time : ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ২১৭ Time View
রংপুরে হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদিদোকানি ছমেছ উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, এক হার্ট অ্যাটাকে মৃত্যু ব্যক্তিকে হত্যা দেখিয়ে একটি ভুয়া মামলা সাজিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হককে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলে দিতে চাই অতি দ্রুত তাকে মুক্তি দিতে হবে এবং যথাযথভাবে তদন্ত করে ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হকের মুক্তিসহ তিনদফা দাবি তুলে ধরেন।
দাবি গুলো হলো- (১) বেরোবি শিক্ষক মাহামুদুল হককে কোন আইনি প্রসেস অনুসরণ করে গ্রেপ্তার করা হয়নি সেহেতু তাকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিনা শর্তে মুক্তি দিতে হবে। (২) আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আগামী তিন কার্য দিবসের মধ্যে ষড়যন্ত্রের পিছনে যারা জড়িত তাদের খুজে বের করতে হবে। (৩) বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আগামী ৩ কার্য দিবসের জন্য আমাদের সকল ক্লাস পরীক্ষা বর্জন করছি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না করা হলে থানা ঘেরাও সহ কঠোর আন্দোলন এর ডাক দেয়া হবে।
এসময় বেরোবি শিক্ষক মাহামুদুল হক এর স্ত্রী মাসুবা হাসান বলেন, আমার স্বামী মাহামুদুল হক যিনি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তাকে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক ফাসানো হয়েছে। কাউকে কিছু বুঝতে না দিয়ে তাকে আটক করা হয়েছে এমনকি তাকে প্রয়োজনীয় পোশাকও নিতে দেয়া হয়নি। আমার ছোট সন্তান জানতে চায় বাবা কোথায়? তাকে জবাব দিতে পারি না। অতিদ্রুত আমার স্বামীর মুক্তি চাই আর যারা ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তি চাই।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রংপুর মহানগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতে নেওয়া হলে বিচারক মো. সোয়েবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ আগস্ট তৎকালীন পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর ১২নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার মুদিদোকানি ছমেছ উদ্দিনকে তার দোকানে এসে হুমকি দেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছমেছ উদ্দিনকে অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ ও আসামিরা তাকে রেখে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছমেছ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে হাজীরহাট থানায় মামলা করেন। এতে শিক্ষক মাহমুদুল হককে ৫৪ নম্বর আসামি করা হয়। তাকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দেখানো হয়েছে।
এদিকে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ১০ মাস পর দায়ের করা হত্যা মামলায় তদন্ত ছাড়াই শিক্ষককে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়