বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

- Update Time : ১২:২৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৪ Time View
উৎসবমুখর পরিবেশে রংপুরে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রোববার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, চিন্তা ও নেতৃত্বের চর্চার ক্ষেত্র। একটি সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে পথপ্রদর্শকের ভূমিকা রাখতে হবে।
বেরোবির উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত তুলে ধরা হয়।
আলোচনা শেষে বেরোবি ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।