ব্রেকিং নিউজঃ
বেতার প্রকৃত অর্থে গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছেঃ বেতার মহাপরিচালক

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
- Update Time : ০৬:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৯ Time View
বাংলাদেশ বেতারের মহা-পরিচালক এ এস এম জাহীদ বলেছেন, শ্রোতাদের চাহিদা মাফিক মানসম্মত অনুষ্ঠান নির্মাণে সকলকে কাজ করতে হবে। তবেই বেতারের প্রতি মানুষের চাহিদা ও আকর্ষণ বাড়বে। আমরা বেতারকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে বেতার প্রকৃতঅর্থে গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়।
তিনি আজ সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জমির সীমানা প্রাচীর পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে বেতারের ভূমিকা অপরিসীম। তাই বেতারকে সব সময় গণমুখী রাখতে হবে। তারুণ্যর শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার মান উন্নয়ন সংক্রান্ত সভায় যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী মো. কামাল হোসেন, মহাপরিচালকের স্টাফ অফিসার মোহাম্মদ মাহমুদুন্নবীসহ বেতারের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
এদিকে, গতকাল সন্ধ্যায় বেতার ভবনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বার্তা বিভাগের সংবাদ পাঠক, অনুবাদকও সংবাদদাতাদের সাথে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক এ এস এম, জাহীদ। এ সময় বিভিন্ন বিষয় নিযে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বেতার সিলেটের বার্তা সংস্থার উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার,সংবাদ পাঠক শামীমা চৌধুরী, আনোয়ার হোসেইন রনি, সংবাদ অনুবাদক আব্দুস সবুর মাখন, মোহাম্মদ মুহিবুর রহমান, সংবাদ দাতা আমজাদ হোসাইন,এম এ রহিম প্রমুখ।
ঐদিন সকালে তিনি মিরের ময়দানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।