বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধ
- Update Time : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৭৫ Time View
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সচেতন এলাকাবাসী।
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে চতলার খালের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল অসাধু বালু ব্যবসায়ী রাতের আঁধারে বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে বালু উত্তোলনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে জমা দেয়।
এলাকাবাসীরা জানান, বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছিল জোয়ারের নোনা পানি যাতে গ্রামে প্রবেশ না করে এবং স্থানীয়দের পুকুর ও কৃষিজমি যাতে নিরাপদ থাকে সেই উদ্দেশ্যে। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ব্যক্তিগত স্বার্থে তা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালায়, যা পুরো এলাকার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারত।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, “বেড়িবাঁধ নষ্ট হলে আমাদের ফসল নষ্ট হবে, পুকুরের মাছ মারা যাবে, এমনকি নদী ভাঙনও বেড়ে যাবে। আমরা তাই এক হয়ে বাধা দিয়েছি।”
আরেক বাসিন্দা আব্দুর রহিম বলেন, “ঘটনাটির সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে এমন অপকর্ম আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল বাতেন জানান, “স্থানীয়রা দুইটি মেশিন ও একজন ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছে। মেশিন দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করব, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।






































































































































































































