বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর মহানগর শ্রমিক দলের দোয়া অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
বৃহস্পতিবার বিকেলে বিএনপির গাজীপুর জেলা কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গাজীপুর মহানগর শ্রমিক দলের দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ডক্টর মোঃ সহিদউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আঃ বারেক সরকার, মোঃ সাইজ উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ চৌধুরী কামরুল ইসলাম, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ লিটন, মহানগর রিক্সা, ভ্যান,অটো চালক দলের আহবায়ক শওকত আলী সরকার, সদস্য সচিব সাধন চন্দ্র দে, যুগ্ম আহবায়ক ইব্রাহীম, যুগ্ম আহবায়ক নুরুল হক মুন্সি,সাহেব আলী, সদর মেট্রো থানা শ্রম বিষয়ক সম্পাদক শেখ মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা, কৃষি গবেষণা শ্রমিক দলের নেতা মোঃ হাসান উদ্দিন, মহানগর শ্রমিক দলের সাদিয়া পারভীন প্রমুখ।




















































































































































