বেকা সিলেট ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১১১ Time View
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির সপ্তম মাসিক সভা শনিবার রাতে নগরীর তাতীপাড়াস্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মো. মিজানুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিভাস রায়।
সভায় সম্পাদক বিভাস রায় গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত পূর্ববর্তী সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
পরবর্তীতে জাতীয় নির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ.বি.এম. শফিকুল হক। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সচিব ও বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, দপ্তর সচিব মো. সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট তোতা মিয়া, মো. হোসেন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিটের সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, উপদেষ্টা মেজর ডা. তোফায়েল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. মজির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, আগামীতে ৫০ হাজার এক্স-ক্যাডেটের অংশগ্রহণে ঢাকায় জাতীয় পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সিলেট ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে বেকা সিলেট ইউনিটের পক্ষ থেকে জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































