মিজান সভাপতি ও বিভাস সম্পাদক
বেকা সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা, ২৫ সদস্যের কমিটি গঠিত

- Update Time : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৩ Time View
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার বিকেলে দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ আতিকুর রাজা চৌধুরী সভাপতিত্বে ও সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্তসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন গৃহিত হয়। পরবর্তীতে ২০২৩-২৪ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয় এবং তা সর্ব সম্মতিতে তা অনুমোদিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের উপদেষ্টা সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব ছোবহানী চৌধুরী, উপদেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.মালেক খান, উপদেষ্টা মেজর ড. তোফায়েল আহমেদ, উপদেষ্টা এমসি কলেজের সহযোগী অধ্যাপক ২/ লেঃ মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সম্পাদক সিলেট মেট্টোপলিটন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, সাবেক সম্পাদক বিভাস রায়, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আবুল আখিয়ার মোঃ শিহাব উদ্দিন, মোঃ এমদাদুল হক আকন্দ, মোহাম্মদ মঈনুল হক, গোলজার আহমেদ, মোরশেদ আহমেদ মুকুল, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ এহিয়া, সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, বাসুদেব তালুকদার, তাইনুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ আব্দুল লতিফ, আয়েশা সিদ্দিকা রেবা, প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, এনামুল হক এনাম, মোঃ শাহআলম রাফি, সুলতান মোহাম্মদ রাজু, লিজা সুফিয়ান মীম, আমিনুল ইসলাম, সোনিয়া আক্তার, জিলানি মোঃ ফোজলির রহমান, রুহুল আমিন, মোঃ শাহালম, জুনায়েদ আহমেদ, আলি আকবর, মোঃ আলায়োর রহমান, মোঃ আবু সাঈদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার মেজর ড. তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনার মাহবুব ছোবহানী চৌধুরী, মোঃ আতিকুর রাজা চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সদস্যদের পদের বিপরীতে নিজ নিজ নাম প্রদানের আহবান জানান। কিন্তু উপস্থিত সদস্যগণ নির্বাচনে না গিয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন।
আলোচনা ক্রমে প্রধান নির্বাচন কমিশনার মেজর ড. তোফায়েল আহমেদ ২০২৫-২৬ সেশনর নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, সম্পাদক বিভাস রায়, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এহিয়া, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল লতিফ, দেলওয়ার হোসেন। কো-অপ্ট সদস্য ডাঃ এ এ এম শিহাব উদ্দিন, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ ছদরুল ইসলাম, আব্দুর রহমান, রুহুল আমিন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জামাল হোসেন, জুনায়েদ আহমেদ। উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, উপদেষ্টা মাহবুব ছোবহানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ. মালেক খান, মেজর ড. তোফায়েল আহমেদ, অব. পুলিশ সুপার কাওসার আহমেদ হায়দরী, ড. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, টি ইউ ও মোঃ মজির উদ্দিন।
দ্বিতীয় অধিবেশন শেষে নবনির্বাচিত কমিটি ২০২৫-২৬ সালের প্রথম মাসিক সভা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস রায় এর পরিচালনা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সপরিবারে বনভোজনের স্বীদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সভা ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।