বেইজিংয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩, নিখোঁজ ১৮

- Update Time : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৬৮ Time View
বন্যার কারণে চীনের রাজধানী বেইজিংয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে পাঁচজন উদ্ধারকারীও রয়েছে। তাছাড়া এখনো ১৮ জন নিখোঁজ। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। চীনের উত্তরাঞ্চলে এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে চীনের রাজধানীতে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।
বুধবার (৯ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের খারাপ আবহাওয়ার কারণে বেইজিংয়ে ৩৩ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছে ১৮ জন। এসব হতাহতের অন্যতম কারণ হলো বন্যা-ভবনধস।
বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তব্য পালন করতে গিয়ে যারা মারা গেছেন ও বন্যায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।
ঘটনাস্থল থেকে আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তীসময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দিয়েছে বন্যা-ভূমিধস।