সাইবার সুরক্ষা আইন
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রিমান্ড শেষে কারাগারে
- Update Time : ০৯:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১০৩ Time View
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে চকবাজার থানার এসআই শাজাহান সিরাজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল ইসলাম এতথ্য জানান। এদিন তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয় বলেও জানান তিনি।
সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে শ্রীশান্তর শাস্তির দাবিতে ২১ অক্টোবর গভীর রাতে বিক্ষোভে নামে বুয়েটের একদল শিক্ষার্থী। বিক্ষোভের মুখে রাতেই তাকে হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।
পরের দিন চকবাজার থানায় বুয়েটের সিকিউরিটি অফিসার আফগান হোসেন তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ২৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাজাহান সিরাজের আবেদনে শ্রীশান্তর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ সংযোজন করা হয়।































































































































































































