ব্রেকিং নিউজঃ
বুধবার চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নওরোজ ডেস্ক
- Update Time : ০৮:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৩৪ Time View
আগামী সপ্তাহেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এর মাঝেই বুধবার (৮ নভেম্বর) চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হতে যাচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার (৬ নভেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এ কথা জানান।
জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দলের প্রধান মুহাম্মদ ফারুক খান ১২ নভেম্বর দেশে ফিরলেও বাকি তিন জন ফিরবেন ১৪ নভেম্বর।
সফরকালে চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আওয়ামী লীগের নেতারা। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।
নওরোজ/এসএইচ