বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক ফের হতে পারে : ট্রাম্প
- Update Time : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৭০ Time View
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাতিল হওয়া বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে এবং বুদাপেস্টই প্রথম পছন্দের ভেন্যু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের বাতিল হওয়া বৈঠক এখনো সম্ভব। তিনি বলেছেন, পূর্বে বাতিল করা বৈঠকটি যদি পুনরায় অনুষ্ঠিত হয়, তাহলে তার প্রথম পছন্দের স্থান হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “(পুতিনের সঙ্গে) বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনও আছে। এটি বেশ ভালোভাবেই হতে পারে।”
২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে বুদাপেস্টে এই বৈঠক হওয়ার কথা ছিল। হাঙ্গেরি তখন প্রস্তুতি শুরু করেছিল, কিন্তু ট্রাম্প বৈঠকটি বাতিল করেছিলেন। তখন তিনি বলেছেন, “আমার মনে হয়েছিল বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না।”
বৃহস্পতিবারের ব্রিফিংয়েও ট্রাম্প এই বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “যদি বৈঠকটি সত্যিই হয়, আমি চাইব বুদাপেস্টেই হোক। পূর্বের প্রস্তাবিত বৈঠক বাতিলের কারণ ছিল যে এটি ফলপ্রসূ হবে না।”
এর আগে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে ছিলেন। সেই ফোনালাপের পরই বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































