ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪ Time View

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাট বুড়িমারী রেলপথ অবরোধ করেছেন ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকিয়ে অবরোধ করেন তারা। এতে করে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের ফলে ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করবে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে। এতে ফুসে উঠে স্থানীয়রা বুধবার সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে রেল লাইন অবরোধ করেন। ফলে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নাজিউর রহমান নোমান ও মিজানুর রহমান বলেন, বহুল প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি। টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রা বিরতি বাতিলের চিঠি পাঠায় রেল ভবন। যা তাদের হঠকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় যাত্রা বিরতি ঘোষণা ও টিকিট বিক্রি শুরু না করলে এ রুটে কোন ট্রেন যেতে দেবে না এলাকার মানুষ।

অপর একজন ইনশান ইসলাম বাপ্পী বলেন, ট্রেনটি জেলার ৫টি উপজেলার প্রতিটিতে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সেখানে যাত্রা শুরুর আগেই কালীগঞ্জবাসীকে বঞ্চিত করতে যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে।

তুষভান্ডার রেল স্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ ও যাত্রা বিরতি বাতিলের খবরে স্থানীয়রা রেল লাইনে বসে পড়েছে। বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন স্টেশনে আটকা পড়েছে। ফলে এ রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি
Update Time : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাট বুড়িমারী রেলপথ অবরোধ করেছেন ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকিয়ে অবরোধ করেন তারা। এতে করে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের ফলে ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করবে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে। এতে ফুসে উঠে স্থানীয়রা বুধবার সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে রেল লাইন অবরোধ করেন। ফলে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নাজিউর রহমান নোমান ও মিজানুর রহমান বলেন, বহুল প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি। টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রা বিরতি বাতিলের চিঠি পাঠায় রেল ভবন। যা তাদের হঠকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় যাত্রা বিরতি ঘোষণা ও টিকিট বিক্রি শুরু না করলে এ রুটে কোন ট্রেন যেতে দেবে না এলাকার মানুষ।

অপর একজন ইনশান ইসলাম বাপ্পী বলেন, ট্রেনটি জেলার ৫টি উপজেলার প্রতিটিতে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সেখানে যাত্রা শুরুর আগেই কালীগঞ্জবাসীকে বঞ্চিত করতে যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে।

তুষভান্ডার রেল স্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ ও যাত্রা বিরতি বাতিলের খবরে স্থানীয়রা রেল লাইনে বসে পড়েছে। বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন স্টেশনে আটকা পড়েছে। ফলে এ রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।