বুটেক্স দাওয়াহ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম
 
																
								
							
                                - Update Time : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৮৪ Time View
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো বুটেক্স দাওয়াহ কমিউনিটি কর্তৃক আয়োজিত হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “উদ্ভাবন, সহযোগিতা ও কর্মপ্রয়াস”।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বুটেক্স এর শহিদ আজিজ হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটির মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামসুল আরেফিন শক্তি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দাওয়াহ কমিউনিটির সদস্যবৃন্দ।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের মানসিক ও নৈতিকভাবে দৃঢ় করে তুলতে বুটেক্স দাওয়াহ কমিউনিটি অনুষ্ঠানটি আয়োজন করে। দাওয়াহ কমিউনিটির সদস্য বুটেক্স ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. অনিক হাসান বলেন, “আমাদের লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক একটা উম্মাহ গড়ে তোলা। যেমন ছোট একটি ঘাটতি বড় ক্ষতির কারণ হতে পারে, তেমনি ছোট ছোট উদ্যোগগুলোই উম্মাহর পুনর্জাগরণের পথ খুলে দিতে পারে।”
দাওয়াহ কমিউনিটির সদস্য বুটেক্স এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন, ” বুটেক্স দাওয়াহ কমিউনিটি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে কাজ করছে। এধরণের অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে আয়োজনের সময় অনেকেই বিভিন্ন কারণে আসতে পারে না তাই এখন হলভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে বুটেক্সের অন্যান্য হলেও এধরণের দাওয়াহ প্রোগ্রাম আয়োজন করা হবে।”
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সজিব হাসান বলেন, “ এমন আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নৈতিক চেতনা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। দাওয়াহ কমিউনিটির এই উদ্যোগ তরুণদের সঠিক পথে চলার অনুপ্রেরণা জোগাবে।”
ডা. শামসুল আরেফিন শক্তি বলেন, “ইসলামকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের সাহাবি, তাবেয়ী এবং তাবে-তাবেয়ীগনদের যুগকে অনুসরণ করতে হবে। সেক্যুলার ধারণা ও ইসলাম একসঙ্গে কখনো চলতে পারে না। আমাদের গবেষণা ও চিন্তায় আত্মনির্ভর হয়ে পশ্চিমাদের বিকল্প তৈরি করতে হবে, নিজ নিজ অবস্থান থেকেই সেরা হওয়ার চেষ্টা করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত বুটেক্সের ফ্রেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. এমদাদ সরকার বলেন, “দাওয়াহ কমিউনিটি শুধু কমিউনিটির সদস্য দের জন্য নয় বরং সকল মুসলিম উম্মাহর জন্য। আমরা চাই এইরকম অনুষ্ঠান গুলো বুটেক্সের অন্যান্য হলেও আয়োজন করা হোক।”
দাওয়াহ কমিউনিটির উপদেষ্টা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের শিক্ষক ইহসান ইলাহি সাবিক বলেন, “নফসের অনুসরণ নয়, ইসলামকে সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী চলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
অনুষ্ঠানের শেষ পর্বে দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। অতিথি, শিক্ষক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উপস্থিত সবাই বুটেক্স দাওয়াহ কমিউনিটির এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
- 
                                        জনপ্রিয়
 
					 
																			

































































































