বুটেক্সে দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত

- Update Time : ০১:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৬৯ Time View
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধ প্রদীপ প্রজ্বলন এবং ভক্তিমূলক পরিবেশে হিন্দু সম্প্রদায়ের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতনী শিক্ষার্থীরা দিনভর উপবাস শেষে রাত্রিকালীন পূজায় অংশ নেয়। সন্ধ্যায় দীপাবলি উদযাপনের মাধ্যমে শুরু হওয়া উৎসবের মূল আয়োজন রাত ১২টায় ঢাকের বাদ্য ও ‘জয় মা কালী’ ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মাতৃবরণ, অধিবাস ও মায়ের আরতি। রাত সাড়ে ১২টায় ভক্তি ও নিয়মানুসারে শুরু হয় মাতৃপূজা, যা ভক্তিমূলক গানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
পূজার পূর্বে বুটেক্সের সকল আবাসিক হলে শিক্ষার্থীরা একত্রে প্রদীপ জ্বালিয়ে, বাজি ফুটিয়ে এবং পরস্পরের মুখে মিষ্টি তুলে দিয়ে ভ্রাতৃত্ববোধ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করে।
টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদিপ্ত বণিক বলেন, “মা আমাদের শুভ শক্তির প্রতীক। তিনি অশুভ শক্তির বিনাশ করে আমাদের জীবনে শান্তি নিয়ে আসুন—এই প্রত্যাশাই রাখি। বুটেক্স প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা করতে পেরে আমরা সবাই ধন্য।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুশান্ত চৌধুরী বলেন, “আমরা বুটেক্স পরিবারের সবাই আবার একত্রে মিলিত হয়েছি দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা করার উদ্দেশ্যে। ৪৬তম ব্যাচের দাদারা এই উৎসব প্রথম শুরু করেন। তাদের অনুপ্রেরণা আছে আমাদের প্রতিটি জুনিয়রের মনে। এই অনুপ্রেরণা আমি আমার জুনিয়রদের দিতে চাই, যাতে তারা ঐক্যের আর ভ্রাতৃত্বের বন্ধনে এক থাকে।”
উল্লেখ্য, বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবটি আলোর বিজয় ও শান্তির বার্তা বহন করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দুষ্টের দমন ও শিষ্টের লালনের বার্তা নিয়ে মহাশক্তি ত্রিনয়নী মা শ্যামা ধরাপৃষ্ঠে আবির্ভূত হন, যা ভক্তদের জীবনে শান্তি, শক্তি ও কল্যাণ বয়ে আনে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়