বুখারেস্টে পেট্রোলিয়াম গ্যাস স্টেশনে বিস্ফোরণ মৃত ১ আহত ৪৬

- Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১১০ Time View
রাজধানী বুখারেস্টের কাছে রোমানিয়ান শহর ক্রেভেডিয়ায় একটি তরল পেট্রোলিয়াম গ্যাস স্টেশনে দুটি বিস্ফোরণের পরে একজন মারা গেছে আর আহত ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী।
রবিবার ২৭ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।
সরকারের জরুরি প্রতিক্রিয়া ইউনিট (আইজিএসইউ) জানায়, প্রথম বিস্ফোরণের পর, আগুন দুটি ট্যাঙ্ক এবং কাছাকাছি একটি বাড়িতে ছড়িয়ে পড়ে, যার ফলে ৭০০ মিটার ব্যাসার্ধের মধ্যে খালি করা হয়েছিল, যখন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানায় রয়টার্স।
জরুরি প্রতিক্রিয়া ইউনিটের দায়িত্বে থাকা উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত সাংবাদিকদের জানিয়েছেন, এলপিজি স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণে ২৬ জন দমকলকর্মী আহত হয়, ৪৬ জন আহতের মধ্যে আটজনকে গুরুতরভাবে দগ্ধ হওয়ার পর ইনটিউবেশন করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘এলাকাটি এখনও বিপজ্জনক… আরেকটি ট্যাংকারে আরেকটি বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।’
সংকট মোকাবেলায় জড়িত রাষ্ট্রীয় সংস্থাগুলির সাথে জরুরি বৈঠকের পরে প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু, সাংবাদিকদের বলেছেন, “আমরা মনে করি রোগীদের মধ্যে গুরুতর আহত চারজনকে অবশ্যই আজ রাতে ইতালি এবং বেলজিয়ামের হাসপাতালে স্থানান্তর করা হবে।
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস শনিবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণকে ‘ট্র্যাজেডি’ হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাজধানী বুখারেস্টের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে যা ঘটেছে তাতে তিনি ‘গভীরভাবে দুঃখিত’।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, দুর্ঘটনাস্থলে কোনও ধরনের নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করা উচিত, যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে। আমি কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।