আর ক্যাটাগরি ৩ অর্থাৎ সাবেক অধিনায়ক, শিক্ষাবোর্ড ও বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ জন। ৫টি ই-ভোট এবং ৩৯ জন স্বশরীরে ভোট দিয়েছেন। একজন ভোটার ভোট দেননি।
রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন স্বশরীরে ভোট দিয়েছেন।
পোস্টাল ও ই-ব্যালটে ৫৮ জনের ভোট দেবার সুযোগ ছিল। আর স্বশরীরে ভোটার ছিলেন ৯৮ জন। সব মিলিয়ে কতোজন ভোট দিয়েছেন তা জানা যাবে সন্ধ্যায়। আজই রাতেই ২৩ নির্বাচিত ও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত ২ পরিচালক প্রথম বোর্ড সভায় মিলিত হবেন। সেখানে নতুন বোর্ড সভাপতি নির্বাচন করা হবে।