বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান
- Update Time : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৭৯ Time View
ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের কথা ভেবে বিসিবি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিসিবি।
জিও নিউজ জানিয়েছে, ডিসেম্বরে পাকিস্তানের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার বিগ ব্যাশে খেলবেন। এবার বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর, চলবে পরের বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। ওই টুর্নামেন্টে আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার নাম লেখাতে চাচ্ছেন। তাই তারকা খেলোয়াড়ের ঘাটতি থাকবে দলে।
তার ওপর পাকিস্তান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাওয়ালপিন্ডিতে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলছে। এ মাসেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আরেকটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। ইতোমধ্যে সিরিজের সূচিও ঘোষণা হয়েছে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলছে, খেলোয়াড়দের অতিরিক্ত ব্যস্ততা ও ক্লান্তির আশঙ্কা থেকেই বিসিবির প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































