ব্রেকিং নিউজঃ
বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান ফাহিম

নওরোজ ডেস্ক
- Update Time : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১১১ Time View
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিমকে প্রধান করে এই কমিটি দিয়েছে ক্রিকেট বোর্ড। বুধবার (৩০ অক্টোবর) বিসিবির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এবার পরিবর্তন আসতে বিসিবির যাচ্ছে গঠনতন্ত্রে।
জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
বিবৃতি আরও জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।
নওরোজ/এসএইচ