বিসিএস পরীক্ষার্থীদের জন্য মাভাবিপ্রবি ছাত্রদলের ফ্রি বাস সার্ভিস
- Update Time : ১১:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৮ Time View
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রি বাস সার্ভিস চালু করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে দুটি বাসের ব্যবস্থা করা হয়। একটি বাস ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাতায়াত করে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এ সেবার আওতায় যাতায়াতের সুযোগ পান। এজন্য শিক্ষার্থীদের আগাম রেজিস্ট্রেশন করতে হয়। পরীক্ষার পর আবার ক্যাম্পাসে ফেরত আনার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ প্রসঙ্গে মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। গত বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন, যা শুধু মাভাবিপ্রবির জন্য নয়, বরং সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার থেকেই আমরা পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছি।”
জানা গেছে, এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু।
এই উদ্যোগে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ফ্রি বাস সার্ভিসের কারণে তারা অনেক স্বস্তি ও সুবিধা পেয়েছেন।



































































































































































































