বিসিএস পরীক্ষার্থীদের জন্য কুবি শাখা ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

- Update Time : ০৫:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ‘আর রিহলাহ’ নামে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে। এই বাস সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীরা কুমিল্লা থেকে ঢাকায় সরাসরি যেতে পারবেন।
আজ (১৮ সেপ্টেম্বর) বিকাল ৬টায় বাসগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছেড়ে যাবে।
পরীক্ষার্থীদের ভ্রমণ-ভোগান্তি কমানো এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলো জানার সংগঠনির নেতা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিবন্ধনের সুবিধার্থে একটি গুগল ফর্ম চালু করা হয়েছে। আগ্রহীদের সেই ফর্ম পূরণ করে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। বাস সার্ভিসের জন্য দুটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেইট এবং কোটবাড়ি বিশ্বরোড থেকে নির্ধারিত সময়ে বাস ধরতে পারবেন।
এব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির মাজহারুল ইসলাম বলেন ‘আগামীকাল যেহেতু বিসিএস পরীক্ষা, আমাদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী এতে অংশ নেবে। তাদের কথা চিন্তা করেই আমরা কুমিল্লা থেকে ঢাকায় ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছি। ঢাকা শহরে যানজটের কারণে অনেকেই সময়মতো গাড়ি পায় না, আবার সময়মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার্থীদের নির্বিঘ্নে ঢাকায় পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে এই ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। আশা করি, এ উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য উপকারী হবে।’