ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিষে ভেসে উঠলো ফিশারির ১৫ লাখ টাকার মাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩০৮ Time View

কিশোরগঞ্জে ফিশারিতে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ফিশারির মালিক আরজু মিয়া বলেন, আব্দুর রহিমের ছেলে বাক্কার মিয়া, আব্দুল গফুরের ছেলে মুরশিদ আলী ও মুরশিদ আলীর ছেলে আরজু মিয়া, আব্দুর রাশিদের মেয়ে শারমি ও ছেলে শাহীনের কাছ থেকে ৪৪ বিঘা জমি ১০ বছরের জন্য বছর প্রতি ১২০ মণ ধানে লিজ নেই।

কয়েক বছর যাওয়ার পর আব্দুর রাশিদের বড় ছেলে বিল্লাল হোসেন দুবাই থেকে ফিরে আমাদের জমির লিজ বাতিল করতে বলেন।

তখন আমরা বলি এখনো লিজের ১০ বছর মেয়াদ শেষ হয়নি। এ থেকেই আমাদের সঙ্গে বিল্লালের দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমাদের ধারণা এর জেরেই বিল্লাল ফিশারিতে বিষ দিয়ে মাছ মেরেছে।

ফিশারির আরেক মালিক মুরশিদ আলী বলেন, আমরা নিয়মিত লিজের টাকা পরিশোধ করে আসছি। আজকে সকালে আমাদের বাড়িতে খবর যায় মাছ মরে ভেসে উঠেছে।

বাড়ি থেকে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। এ ফিশারিতে ৩০ হাজার মাছ ছিল যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। আমরা বিল্লালের বিচার চাই।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, সকালে ফিশারির রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় দেখে সব মাছে মরে ভেসে উঠেছে। যারা এ নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার দাবি জানাই।

অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে তাদের অন্য বিরোধ আছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া আছে।

মাছ মারার বিষয়ে আমি জড়িত নই। পূর্ব শত্রুতার কারণেই আমাকে দোষারোপ করা হচ্ছে। চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে।

কে বা কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

বিষে ভেসে উঠলো ফিশারির ১৫ লাখ টাকার মাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জে ফিশারিতে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ফিশারির মালিক আরজু মিয়া বলেন, আব্দুর রহিমের ছেলে বাক্কার মিয়া, আব্দুল গফুরের ছেলে মুরশিদ আলী ও মুরশিদ আলীর ছেলে আরজু মিয়া, আব্দুর রাশিদের মেয়ে শারমি ও ছেলে শাহীনের কাছ থেকে ৪৪ বিঘা জমি ১০ বছরের জন্য বছর প্রতি ১২০ মণ ধানে লিজ নেই।

কয়েক বছর যাওয়ার পর আব্দুর রাশিদের বড় ছেলে বিল্লাল হোসেন দুবাই থেকে ফিরে আমাদের জমির লিজ বাতিল করতে বলেন।

তখন আমরা বলি এখনো লিজের ১০ বছর মেয়াদ শেষ হয়নি। এ থেকেই আমাদের সঙ্গে বিল্লালের দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমাদের ধারণা এর জেরেই বিল্লাল ফিশারিতে বিষ দিয়ে মাছ মেরেছে।

ফিশারির আরেক মালিক মুরশিদ আলী বলেন, আমরা নিয়মিত লিজের টাকা পরিশোধ করে আসছি। আজকে সকালে আমাদের বাড়িতে খবর যায় মাছ মরে ভেসে উঠেছে।

বাড়ি থেকে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। এ ফিশারিতে ৩০ হাজার মাছ ছিল যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। আমরা বিল্লালের বিচার চাই।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, সকালে ফিশারির রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় দেখে সব মাছে মরে ভেসে উঠেছে। যারা এ নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার দাবি জানাই।

অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে তাদের অন্য বিরোধ আছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া আছে।

মাছ মারার বিষয়ে আমি জড়িত নই। পূর্ব শত্রুতার কারণেই আমাকে দোষারোপ করা হচ্ছে। চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে।

কে বা কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।