ব্রেকিং নিউজঃ
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১০৫ Time View
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার (৪ নভেম্বর) তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উল্লেখ্য, তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা দুই পর্বে আলাদাভাবে হচ্ছে। কোভিড মহামারির কারণে দুই বছর বিরতির পর ২০২২ সালে ১৩ জানুয়ারি শুরু হয়েছিল প্রথম পর্ব।
নওরোজ/এসএইচ