বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- Update Time : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৪৭ Time View
বিশ্ববাজারে স্বর্ণের দাম বুধবার ১ শতাংশেরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের সামান্য দরপতন এবং বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা ঝুঁকিমুখী মনোভাবের কারণে এমনটা হয়েছে।
লন্ডন সময় দুপুর ১২টা ৩ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩,৯৬৩.০৩ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৮ শতাংশ বেশি। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বেড়ে দাঁড়ায় ৩,৯৭১.৯০ ডলার প্রতি আউন্স, যা ০.৩ শতাংশ বৃদ্ধি।
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ এবং গত ২০ অক্টোবর এটি ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়।
জুলিয়াস বেয়ার-এর বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, ইক্যুইটি বাজারের মূল্যায়ন নিয়ে বাড়তি উদ্বেগের কারণে বৈশ্বিক আর্থিক বাজারে এখন ঝুঁকি-এড়ানো মনোভাব দেখা যাচ্ছে। এতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা নেমে এলেও এখন তা স্থিতিশীল হচ্ছে।
ইউরোপীয় শেয়ারবাজার দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, কারণ উচ্চমূল্যের ইক্যুইটি বাজার বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
এদিকে, ডলার সূচক সামান্য ০.১ শতাংশ কমেছে, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান থেকে নামার ইঙ্গিত দেয়। এতে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণের দাম তুলনামূলকভাবে সস্তা হয়েছে।
বিশ্লেষকদের মতে, কম সুদের হারের পরিবেশ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা—দুটি কারণেই স্বর্ণের চাহিদা সাধারণত বেড়ে যায়।
জুলিয়াস বেয়ার-এর কারস্টেন মেনকে আরও বলেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো দৃঢ় রয়েছে। উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলোও শারীরিক স্বর্ণ ক্রয়ে আগ্রহী।
এদিকে বুধবার স্পট সিলভার ০.৯ শতাংশ বেড়ে ৪৭.৫৩ ডলার প্রতি আউন্সে, প্লাটিনাম ০.৩ শতাংশ কমে ১,৫৩১.৬৯ ডলার এবং প্যালাডিয়াম ০.৫ শতাংশ বেড়ে ১,৩৯৭.৯৩ ডলার প্রতি আউন্সে লেনদেন হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়











































































































































































































