ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৪৮ Time View

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম। আজ বুধবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে ২০ আগস্ট বুলিয়েন স্বর্ণের দাম আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে বুলিয়েন স্বর্ণের দাম ২০ আগস্ট আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।

তবে বিশ্লেষকেরা বলছেন, বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে স্বর্ণের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে। স্বল্প মেয়াদে স্বর্ণের দাম দুই হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, অনেকটা নিশ্চিত আগামী মাসে নীতি সুদহার কমছে। সিএমই ফেডওয়াচটুলের এক জরিপে জানা গেছে, ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে। অন্যদিকে ৩৩ শতাংশ মানুষ মনে করে, নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হবে। গত জুলাই মাসে চীনের সোনা আমদানি ১৭ শতাংশ বেড়েছে; গত মার্চ মাসের পর যা এই প্রথম বেড়েছে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

নওরোজ ডেস্ক
Update Time : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম। আজ বুধবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে ২০ আগস্ট বুলিয়েন স্বর্ণের দাম আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে বুলিয়েন স্বর্ণের দাম ২০ আগস্ট আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।

তবে বিশ্লেষকেরা বলছেন, বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে স্বর্ণের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে। স্বল্প মেয়াদে স্বর্ণের দাম দুই হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, অনেকটা নিশ্চিত আগামী মাসে নীতি সুদহার কমছে। সিএমই ফেডওয়াচটুলের এক জরিপে জানা গেছে, ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে। অন্যদিকে ৩৩ শতাংশ মানুষ মনে করে, নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হবে। গত জুলাই মাসে চীনের সোনা আমদানি ১৭ শতাংশ বেড়েছে; গত মার্চ মাসের পর যা এই প্রথম বেড়েছে।

নওরোজ/এসএইচ