বিশ্বনাথের রুশনারা আলী এবার মন্ত্রী হলেন যুক্তরাজ্যে

- Update Time : ০৮:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ২৮০ Time View
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশএমপি রুশনারা আলী। তিনি আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রথম বাঙালী বংশোদ্ভূত এমপি সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের রুশনারা আলী যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে টানা ৫মবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর এবার (৯ জুলাই) মন্ত্রী সভায় স্থান পেলেন ।
২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে ১ম বাঙালী বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়ারুশনারা আলী চলতি বছরের ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন মন্ত্রীসভায় ‘গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারী আন্ডার সেক্রেটারী হয়েছেন।
এর পূর্বে ওই সরকারের মন্ত্রী সভায় ‘সিটি মিনিস্টার হিসেবে স্থান পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে।
সিলেটের বিশ্বনাথের পল্লীগায়ের মেয়ে রুশনারা আলী গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে‘বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী’ আসন থেকে ১ হাজার ৬৮৯টি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে হারিয়ে টানা ৫ম বারের মতো এমপি নির্বাচিত হন। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী পান ১৫ হাজার ৮৯৬টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি আরেক বাংলাদেশী স্বতন্ত্র প্রার্থী আজমল মসরুর পান ১৪ হাজার ২০৭টিভোট।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আফতাব আলীও রানু বেগম দম্পতির ২য় কন্যা হচ্ছেন রুশনারা আলী। ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করা যুক্তরাজ্যে প্রথম বাঙালী বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর ডাক নাম ছিল”স্বপ্না”। বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে ছোট বেলা থেকে রুশনারা আলী দুই বাড়িতে সহজেই যাতায়াত করতেন। তবে তার শৈশবের সেইসোনালী দিনগুলোর বেশির ভাগ সময়ই কেটেছে মামার বাড়িতে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। আর তিনিও ছিলেন নানীর অন্যতম কাছের ও প্রিয় এক নাতিন। আর আদরের প্রিয় নাতিন রুশনারা আলী ওরফে স্বপ্নার লেখাপড়া যাতে ঠিক মতো হয় সেজন্য নানী নিজ বাড়িতে লজিং মাস্টার হিসেবে রেখে ছিলেন মাস্টার ফখরুদ্দিনকে।
যুক্তরাজ্যে বসবাসরত লক্ষ লক্ষ বাঙালী তথা বাংলাদেশের অহংকারের প্রতিক রুশনারা আলী ১৯৮২ সালে মাত্র ৭ বছর বয়সে নিজ গ্রামস্থ ‘ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে অধ্যায়নরত অবস্থান বাবা–মা ও ভাই–বোনদের সাথে পাড়ি জমান বিলাতে। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার পার্শ্ববর্তী মিরপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমান।
বিলাতে পাড়ি দেওয়ার সময় রুশনারা আলী পেছনে রেখে যান নিজের শৈশবের সেই সোনালী দিনগুলোর আনন্দ–বেদনার কত স্মৃতি।
কি জানি, হয়তো রুশনারা আলী এক সময় স্বপ্ন দেখতেন বড় কিছু হওয়ার। আর সৃষ্টি কর্তার ইচ্ছা ছিল বলেই অজপাড়ায় জন্ম গ্রহন করা ‘স্বপ্না’ নামের এই কিশোরী এখন ব্রিটেনের হাউস অব কমন্সে বাঙ্গালীদের প্রতিনিধিত্ব করছেন।
যুক্তরাজ্যে যাওয়ার পর রুশনারা আলী লন্ডনের মালবারি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে গ্রাজুয়েশন করেন। কর্মজীবন শুরু করেন ইস্ট অ্যান্ডেই।এডুকেশন, লিডারশিপ, হেলথ, সোশ্যাল পলিসি অ্যান্ড ইনোভেশন ইত্যাদি বিষয়ে মুলধারায় প্রচুর লেখালেখিও রয়েছে তার।
বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে হিউম্যান রিসার্চ ফেলো এবং সাবেক এমপি উনা কিংয়ের পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন রুশনারা আলী। তিনি ছিলেন টাওয়ার হ্যামলেটস সামার ইউনিভার্সিটি এবং সামার ইউনিয়ন লন্ডনের চেয়ারপার্সন।
গনতন্ত্রের রোল মডেল হিসেবে বিশ্বদরবারে ব্যাপক সমাদৃত ব্রিটেনের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কমতি ছিলনা। অবশেষে মিডিয়া ও বিভিন্ন জনমত জরিপ সংস্থার অগ্রিম ভবিষ্যত বানী অনুযায়ীই নির্বাচনে লেবারপার্টি একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে।
তবে নির্বাচনের পূর্বে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদেরনিয়ে লেবার পার্টির প্রধানের বিরুপ মন্তব্য আর ‘বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী আসনে রুশনারা আলীর সাথে প্রতিদ্বন্দ্বি আরোও ৪ বাঙালী প্রার্থী হওয়ায় এবারের নির্বাচনে লেবার পার্টির সমর্থকদেরকে অনেক শংঙ্কায় ফেলে দিয়েছিল। তাই অনুমান করা হয়েছিল এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। আর বাস্তবে হয়েছেও তাই।
তবে সবজল্পনা–কল্পনাকে পেছনে ফেলে রুশনারা আলী নির্বাচনে মাত্র ১ হাজার ৬৮৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বিপ্রার্থীকে হারিয়ে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ১ম বাঙালী হিসেবে টানা ৫ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের একটি অজপাড়া গ্রামের নাম ভূরকি। কৃষিতে স্বয়ংসম্পূর্ন থাকলেও ভূরকি গ্রামটি এখনো নানান সমস্যায় জর্জড়িত রয়েছে। তবে রোশনারা আলী ২০১০ সালে মাত্র ৩৫ বছর বয়সে ব্রিটেনের বাঙালী এমপি নির্বাচিত হওয়ায় তার জন্মভূমি ভূরকি গ্রামও চলে আসে আলোচনায়। নিজের নামের অর্থ দিয়েই যেনো রোশনারা আলী আলোচিত করেছেন নিজ গ্রাম ভূরকি, নিজ ইউনিয়ন লামাকাজী, নিজ উপজেলা বিশ্বনাথ, নিজ জেলা সিলেট তথা পুরো বাংলাদেশকে। তাই রুশনারাআলী ওরফে স্বপ্নাকে নিয়ে বাঙালীদের গর্বের অন্ত নেই।
রুশনারা আলী ব্রিটেনে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। ব্রিটেনে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রুশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রুপা হক, আপসানা বেগমসহ ৪ বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।