বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ
- Update Time : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৪১৫ Time View
দীর্ঘ বাছাইপর্বের লড়াই শেষে অবশেষে পূর্ণ হলো ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দলসংখ্যা। শেষ দল হিসেবে বৃহস্পতিবার টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। জাপানের বিপক্ষে আট উইকেটের সহজ জয়ে ইতিহাস গড়েছে তারা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ২০তম দল হিসেবে নাম লিখিয়েছে আমিরাত।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে এবারও থাকবে ২০ দল। টুর্নামেন্টের কাঠামো আগের আসরের মতোই—চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
বাছাইপর্বে জাপানের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে আমিরাত। ওপেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিম ৭০ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। হায়দার আলির নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন উইকেট পড়ে জাপান থেমে যায় তুলনামূলক কম স্কোরে। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই বিশ্বকাপের টিকিট পায় আমিরাত।
২০২৪ সালের বিশ্বকাপের শীর্ষ সাত দল—দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ—স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিং কোটায় যুক্ত হয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে বিভিন্ন অঞ্চলের আট দল:
আমেরিকা অঞ্চল: কানাডা
ইউরোপ অঞ্চল: ইতালি, নেদারল্যান্ডস
আফ্রিকা অঞ্চল: নামিবিয়া, জিম্বাবুয়ে
এশিয়া–ইএএপি অঞ্চল: আমিরাত, নেপাল, ওমান
এর মধ্য দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০ দল এখন সম্পূর্ণ চূড়ান্ত।
নেপাল, ওমান ও ইতালির মতো নবীন দলগুলোর অংশগ্রহণে ২০২৬ সালের আসর হতে যাচ্ছে আরও রঙিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর দীর্ঘ অপেক্ষার পর আমিরাতের যোগদানে পূর্ণ হলো সেই বৈশ্বিক মঞ্চ, যেখানে ক্রিকেটের নতুন শক্তিগুলোর স্বপ্ন দেখার সুযোগ তৈরি হলো আবারও।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দল:
দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত (সহ-আয়োজক), শ্রীলঙ্কা (সহ-আয়োজক)
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































