বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট, অনলাইনে কাটবেন যেভাবে

- Update Time : ১২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ২০৮ Time View
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী ভারতে। আগামী ৫ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। এই মেগা টুর্নামেন্ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেহেতু প্রতিবেশি দেশ ভারতে বিশ্বকাপের মঞ্চ, সেহেতু বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঠে যেয়ে খেলা দেখার বাড়তি আগ্রহ রয়েছে।
বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, আসন্ন টুর্নামেন্টটির ম্যাচগুলোর টিকিট অনলাইনেই কেনার সুযোগ থাকছে। ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বুকিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।
১৫ আগস্ট নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।
প্রথমে আইসিসির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এই লিংকে প্রবেশ করুন (রেজিস্ট্রেশন) সেখানে থেকে ভেন্যু ও কোন কোন দেশের খেলা দেখতে ইচ্ছুক সেটি নির্বাচন করতে হবে। এরপর ২৫ আগস্ট থেকে পছন্দমত দলের নির্বাচন করে ভেন্যুতে থাকা ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনে।
রেজিস্ট্রেশন করতে নাম, দেশ, জন্ম তারিখ, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন ছাড়া অনলাইনে টিকিট কেনা যাবে না। কয়েকভাগে ভাগ করে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।
জানা গেছে, ৭ দফায় ক্রয় করা যাবে বিশ্বকাপের টিকিট। তবে কোন ম্যাচের টিকিট কোন দিন পাওয়া যাবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট।
সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে।
ম্যাচের টিকিট অনলাইনে বুক করা গেলেও খেলা দেখতে যাওয়ার আগে স্টেডিয়ামের বুথ থেকে কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। ৭-৮টি কেন্দ্র থেকে এই ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।
একনজরে দেখে নিন কবে পাবেন কোন ম্যাচের টিকিট –
২৫ আগস্ট : ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট
৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট
১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট
২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট
৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়