বিরলে জুলাই শহীদ দিবস উদযাপন

- Update Time : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১০ Time View
বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বিরলে আলোচনা, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিরল পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, বিরল পৌর-বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদ মাসুম রেজা’র পিতা মিজানুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, এনসিপি’র উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন, ছাত্র প্রতিনিধি হারুনুর রশীদ।
এ সময় ৫নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে বিরলের তিন শহীদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বিরল উপজেলার সুপার ভাইজার শাহ আনিছুর রহমান।