বিরলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

- Update Time : ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৭ Time View
বিরলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। চালকের নিথর দেহ রাতভোর পড়েছিল রাস্তার পাশে। সকালে লাশ দেখতে পেয়ে সংবাদ দেয়া হয় পুলিশে। পরিবারের লোকজন আসার পর লাশের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ।
বুধবার সকালে বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দিঘির পাশে রাস্তা থেকে লাশটি উদ্ধার করে বিরল থানা পুলিশ। উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের যুগীহারী (খাড়িপাড়া) গ্রামের জহুরুল ইসলামের ছেলে নিহত ভ্যানচালক আসাদুল ইসলাম (৩৫)।
নিহতের বড় ভাই মকবুল হোসেন জানান, কিছুদিন আগে পুরাতন ভ্যান বিক্রি করে নতুন একটি ভ্যান ক্রয় করেছিল আসাদুল ইসলাম। মঙ্গলবার সেই ভ্যান চালাতে গিয়ে সে আর বাসায় ফিরেনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধ্যান পাননি। সকালে লোক মুখে শুনতে পান ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দিঘির পাশে রাস্তায় একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখেন লাশটি তার ভাই আসাদুল ইসলামের। কে বা কারা তাকে মেরে ফেলে ভ্যানটি নিয়ে গেছে।
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্তের পর পরিবারের নিকটলাশ হস্তান্তর করা হয়েছে।